আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে মোক্ষম সময়ে সবচেয়ে বেশি ডট বল করেছেন ভুবনেশ্বর কুমার। সেই ভুবিকে ডাগ আউটে রেখে শনিবার কেকেআরের বিরুদ্ধে খেলতে নামল আরসিবি।
টি-টোয়েন্টি ফরম্যাটে কোন বোলার কটা ডট বল করছেন, সেটাও সমান বিবেচ্য। ভুবি এখানেই স্পেশাল। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ডট বল করেছেন তিনি। তাঁর ডট বলের সংখ্যা ১৬৭০।
তবুও তাঁকে কেন ডাগ আউটে বসে থাকতে হল? কেকেআরের ব্যাটাররা যখন তাণ্ডব শুরু করেছেন, তখন ডাগ আউটে বসে থাকা ভুবনেশ্বর কুমারের দিকে তাক করে ক্যামেরা। কিন্তু কেন তাঁকে ছাড়াই মাঠে নামতে হল আরসিবি-কে?
তা নিয়ে শুরু হয়ে যায় চর্চা। আরসিবি ক্যাপ্টেন রজত পাতিদার টসের সময়ে জানান, ভুবনেশ্বর কুমারের চোট রয়েছে। সেই কারণে দুই স্পিনার এবং তিন পেসার নিয়ে খেলতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
আরসিবি অধিনায়ক রজত পাতিদার বলেন, ভুবির চোট রয়েছে। তবে তা গুরুতর নয়। দ্রুতই ফিরবে মাঠে। ভুবনেশ্বর কুমার যদি ডট বল করার ক্ষেত্রে সবার উপরে থাকেন, তাহলে কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিন ১৬০৫টি ডট বল করে দ্বিতীয় স্থানে রয়েছেন।
ভারতের রবিচন্দ্রন অশ্বিন ১৫৬৩টি ডট বল করে রয়েছেন তিন নম্বরে। টি-টোয়েন্টি ফরম্যাটে ডট বল দিয়ে চেনা যায় বোলারদের।
